প্রাণোচ্ছল নদী
হাসোজ্জ্বল, সেসময় সরলপথে বয় কলকল,
জানি,নদী এ ভাবে বহে না সকল সময়
প্রায়শ চলে সেটি আঁকাবাঁকা পথে।
যখনি তার মনে প্রাণে নামে চপলতার ঢল
নদীতে উথলে ওঠে ঢেউ,
চপলা কোথাও পাড় ভাঙ্গে
আবার কোথাও গড়ে চড়,
জীবনভর এ ভাবে চলাই তার নিয়তি।
ভাঙ্গলে পাড় সেসময়
ভাঙ্গতেও পারে তীরবর্তীদের বসত ঘর,
এ নির্মম সত্য আদিকাল থেকে।
কিন্তু ক’জন থাকে দেখার অপেক্ষায়
ভাগ্যের নির্মম পরিহাসে যারা বাস্তু চ্যুত,
বাঁচে তীর-বিদ্ধ পাখিদের মতো
ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরে অনর্গল
প্রাণপাখিকে বাঁচিয়ে রাখতে সইতে হয়
অজস্র ধকল?
সেসময় নদীর আর গত্যন্তর কী?
বুকে হেঁটে হলেও তাকে এগোতে হয়
সাগরে পৌঁছে যাওয়া অবধি।
তখন তার প্রাণপাখির দুর্দশা এতো
বাঁচার আশায় চায় সামান্য একটু জল।
হায়রে, বুঝলো সে কি কখনো দেশে দেশে চিরকাল
সকল প্রবল শক্তিধর যুদ্ধবাজরা বয়ে বেড়ায়
মানবতা শূন্য ভগ্ন কলস ?
তাদের কাছে জলের প্রত্যাশা?
দুরাশা।
যখন বোঝে, আশাহত পাখি করে কী?
পাশ ফিরে শুয়ে থাকা ছাড়া
তার আর গত্যন্তর কি?
হায়রে,বলার অপেক্ষা রাখে না
যুদ্ধবাজদের মনোবল এতো প্রবল
ক্ষমতার মোহে চপল ঘূর্ণিঝড়ের মতো
উড়ে এসে নিজেরা যুদ্ধ বাঁধিয়ে বসে
রক্তগঙ্গা বয় দেশে দেশে।
আপামর জনগণের দুর্ভাগ্য,বৈকি!
সেসময়ও যুদ্ধবাজরা ভাবে নাকি
এই সাধারণ জনগণের দোষ কিসে?
বলবো কী আর যুদ্ধবাজদের দৌরাত্ম্যে
ঘরছাড়া মানুষেরা যখন দিশেহারা
অশ্রুজলে সাত পুরুষের ভিটে মুছে
দেশ ছেড়ে দেশান্তরে চলে যেতে ব্যস্ত
ক’জন যুদ্ধবাজ রাখে তাদের খবরাখবর?
পাশাপাশি এ বিষয় বোধগম্য হওয়া দুষ্কর
কেন যে জীবনভর পরাশ্রয়ীদের মতো
দুষ্কৃতিদের আশ্রয়ে বাঁচে যারা,
সেই একচক্ষুরা সেসময় বাজায় একতারা।
বলবো কত কী সময়ের স্বল্প পরিসরে
দেখেছি ক্ষমতাশালী যুদ্ধবাজরা মসনদে বসে
সম্পদের পিছন ছোটে জীবনভর
আর দক্ষযজ্ঞ বাঁধাতেও সদা তৎপর,
অমানবিকতার অন্ধ গুহায় যাদের বসতঘর
নদীতীর ঝপাৎ ঝপাৎ করে
ভাঙ্গতে দেখলেও তাদের কী যায় আসে?
যাক গে, দেখেছো কি কখনো হিসাব কষে
নদী চড় গড়লেও কী হতে পারে পরিণতি?
ভাবো একবার, লালসায় উদ্দীপ্ত যারা
সেসময় চর্ব্যচোষ্য যে টুকু জড়ো করে
তারা সাধ ভক্ষণ ও পুষ্টি সাধন কতটুকু করতে পারে?
বার্ধক্যের বারাণসী পৌঁছে যাবার আগেই
তাদের শরীরে বাঁধে নাকি অজস্র রোগ ব্যাধি?
আর বলার অপেক্ষা রাখে কি
ও পাড়ের ডাক এলে রক্তচোষাদের মতো
যারা দরিদ্র মানুষদের ঘাম ঝরা কষ্টের বিনিময়ে
উপার্জিত অর্থ নিঙরে জড়ো করে বিশাল সম্পদ
পারে কি তারা মৃত্যুকে করতে রদ কিবা
ঘাট পারাবারের সময় পারে কি তার ছিটেফোঁটাও
সাথে করে নিয়ে যেতে?