দুর্বৃত্তরা যেন সাদা পেঁজা-তুলা
মন্থর বাতাসে ভাসে দুই বেলা।
জনতার বাড়ি ঘরে উড়ে এসে    
বন্ধু সাজে অতীব সুচারু বেশে।
        
ওরা চারিদিক খুঁজে অবশেষে    
অর্থ-কড়ি লুট করে মজলিসে।
মধুকর বেশে পালিয়ে বিদেশে
মনোরম মৌচাক গড়ে সে দেশে।


হাটে বাটে পসরার ছড়াছড়ি
দোকানি হাঁক দেয়,গলা ভারী।
জনতার হাতে নেই টাকাকড়ি
বাজারের দ্রব্য খায় গড়াগড়ি।


চাহিদার অভাবেই কলে তালা
অভ্যাসেই দাঁড়িয়েছে এই চলা।
কত কর্মী অবেলায় কর্ম হারা  
প্রতিদিন বহে চলে এই ধারা।


বেকারত্ব বেড়ে চলে সম-হারে    
দুর্যোগে র পরিসর নিত্য বাড়ে।
কাল-প্যাঁচা ডালে বসে নির্বিকারে
শিষ দেয় আনন্দে উল্লাস ভরে।