বিশ্ব জুড়ে করোনার ব্যাপক সংক্রমণ শুনে
নিদ্রিত অবস্থা থেকে হঠাৎ-ই গাত্রোত্থানের
মতো শিয়রে উঠতে হয়।এই আবহে রোজ
জাগছে ভয়।
প্রকৃতির কাছে ধরাশায়ী হয়ে প্রতিদিন লক্ষ
লক্ষ মানুষ যেন ঢলে পড়ছে মৃত্যুর কোলে।
দেখি,মানুষের মৃত্যু মিছিল অব্যাহত।তাদের
শোক-স্তব্ধ আত্মীয় পরিজনের নিঃশ্বাসে যেন
বাতাস ভারী হচ্ছে নিয়ত।
চেয়ে দেখো,মুক্ত আকাশটা এখন চলে গেছে
যেন সহস্র উড়ন্ত শঙ্খচিলদের দখলে।ওদের
বিস্তৃত ডানায় ঢেকেছে সুনীল আকাশ।নিসর্গ
প্রকৃতি করছে হাঁসফাঁস।  
এই আবহে এখন নিবিষ্ট চিত্তে কান পেতে
শুনছি মানুষের ক্রন্দন ধ্বনি।দুঃসহ যন্ত্রণা
বুকে চেপে আগামী দিনের মানব সভ্যতার
এখন পরমাদ গুনি।
প্রলয়কর উল্কা বর্ষণের মতো রোজ বাতাসে
বইছে কলরব।তাকিয়ে দেখো শিশুদের স্নিগ্ধ
মুখগুলোর দিকে।দেখে কষ্ট হয়,হারিয়ে গেছে
যেন তাদের শৈশব।
মানব সভ্যতার এই ঘন ঘোর দুর্দিনে তবুও
দেখি না লোভাতুর দুর্বৃত্ত মানুষদের সংযম।
তারা দূরে ঠেলে দিয়েছে আত্মনিয়ন্ত্রণ।দেখছি
অপরের ত্রাণের খাদ্যসামগ্রী গোগ্রাসে গেলার
ব্যস্ততায় একটি বারের জন্যও বিষম অনুভব
করছে না তারা।
দেখছি এই দুর্যোগে লেলিহান আগুনের শিখা
দেখে ডানা মেলে অতি উৎসাহে উড়ে গিয়ে
পিপীলিকাদের অগ্নিগর্ভে ঝাঁপিয়ে পড়ার মতো
স্বেচ্ছায় কিংবা ভ্রান্তির বশে দুর্বৃত্তরা যেন পা
বাড়াচ্ছে ধ্বংসের দিকে।
লোভাতুর দুর্বৃত্তরা এখন জনগণদের ক্রীড়নক
ভেবে রক্ত শোষার মতো অর্থ শোষণে প্রয়াসী
হয়ে নেমে পড়েছে ধ্বংসাত্মক খেলায়।
দুর্বিষহ জীবন-যন্ত্রণায় সাধারণ জনগণ মৃত্যুর
মুখোমুখি।ধ্রুবতারাকে সাক্ষী রেখে বাঁচার শেষ
চেষ্টায় লক ডাউনের নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান
করে মানুষ আজকাল প্রতিবাদে মুখর।দিনভর
জনসভা এবং মিছিলের দৌরাত্মপনায় বাড়ছে
এখন করোনার সংক্রমণ।হারাতে বসেছে যেন
করোনার নিয়ন্ত্রণ।
জনতার কলরবে আকাশ বাতাস যেন স্তম্ভিত।
দেশ বিদেশে কারণে কিংবা অকারণে জমায়েত
দেখে মনে হয় করোনাকে নিয়ে তাদেরও ভয়
নেই মোটে।প্রলয়ের আগে নাকি এই দশা হয়।