বলছি তোমাকে সাক্ষাতে,বলো
তুমি কি এখন শুনতে পাচ্ছো
শীত তাপ নিয়ন্ত্রিত ঘর থেকে,
‘তোমার শত সহস্র প্রতিশ্রুতি
এ-মরা গাঙয়ে বান ডাকার
মতোই সমগ্র আকাশ বাতাস
তোলপাড় করছে দেখে ওরা
তড়িঘড়ি দূর দূরান্তের থেকে
ঘন অন্ধকারে বাদুড়ের মতো
উড়ে এসে ছলাৎ ছলাৎ করে
ঝাঁপিয়ে পড়লো গাঙয়ে?
হায়রে,ওরা কী দুর্দশার বলি
হলো অকালে?দেখো,হাত পা
ছড়ালো নুড়ি বালিতে সাঁতার
কাটতে গিয়ে।মাথাও ফাটলো
পাথরের গায়ে আঘাত লেগে।
রক্তগঙ্গা হলো।বলি প্রতিশ্রুতি
রক্ষার ব্যাপার টা নিয়ে তুমি
তাদের কিছু বলবে কি?