দুর্নীতি নিয়ে কত কী ঘটছে দেশ ও বিদেশে
সেকথা বলতে গিয়ে সবজান্তা হাঁপিয়ে উঠেছে।
এ ভোগ-বাসনা ও ক্ষমতার স্পৃহার পরিণতি
এলিয়েনদের দেশেও দুর্নীতি জাঁকিয়ে বসেছে।


শুনি সে দেশে বিচার-ব্যবস্থা দুর্নীতির শীর্ষে
তার শিকড়গুলো বেশ মাটি আঁকড়ে ধরেছে।
বিচারপতি অভির সমস্ত রায় পরিবর্তন করে
বিচারপতি জনার্দন সর্বোচ্চ শিখরে পৌঁছেছে।


তাকে সম্বর্ধনা দেবে কি সে দেশের সরকার?
নীরব ও নির্বিকার না-থেকে ভাবা দরকার
কী কর্ম করছে সংবিধান রক্ষার দায় কাঁধে?
এলিয়েনরা প্রশ্ন করবে বৈকি,রাষ্ট্র তুমি কার?