কী জানি কেন,মস্ত-বড়ো পুকুর
চুরির খবরটা জনগণের কানে
ছড়িয়ে পড়ার পরে ভয় ওদের
পিছু ছাড়ছে না আর।জোঁকের
মতোই আঁকড়ে ধরছে বারবার।
হয়তো অদ্ভুত বিকার।বিস্ময়কর
মনে হলেও সত্য,ওরা এখন এই
ভয়-ভীতি থেকে বাঁচতে নেমেছে
খেলায়।রিলে দৌড়।ভয়কে জয়
করতে এই খেলার সমতুল নেই
আর।
শোনো,এই খেলা শুরুর খবর
পেলে আনন্দে নেচে উঠে পুষ্প
মুকুল।বসন্তে হাওয়া গায়ে এসে
লাগলে,আনন্দে দেয় দোল।
জেনে রাখা ভালো এই খেলাটি
খুব কষ্টকর।তাই খেলার আগে
বহু পুষ্টিকর খাবার খেতে হয়
পেট ভর।
জানি না,এই খেলা আগে দেখেছ
কিনা।তবে খেলাটি চলছে এখন।
গ্যালারীতে ভর্তি দর্শকাসন।
খেলা শুরুর বাঁশি বাজলে বাঁটন
হাতে নিয়ে খেলোয়াড়দের দৌড়
শুরু করেই ছুটতে হয়,যতক্ষণ
অপেক্ষমাণ সতীর্থ খেলোয়াড়ের
কাছে পৌঁছে না-দেওয়া যাচ্ছে
হাতের বাঁটন।এই কাজটি চলে
বারবার যতক্ষণ না চূড়ান্ত পর্বে
লক্ষে পৌঁছে যায় শেষের সতীর্থ
খেলোয়াড়।
বলি,দেখার বিষয় খেলা চললে
অনুরাগীরা হৈ-হৈ করে নিয়ত
খেলোয়াড়েদের উৎসাহ যোগায়।
অনবরত তারা দেয় করতালি।
বলি,খেলোয়াড়েরা এসব দেখেও
কি আর আনন্দে বিভোর না-হয়ে
থাকতে পারে?