ওরে, দিশাহীন ও বেয়ারা! গিলবি আর কত সুরা?
বলবো কী আর রোজ যা করে যাস নেশার ঘোরে
তাতে চোখ খুলে দেখ চেয়ে নদীতে বইছে রক্তধারা
ওরে, দিশাহীন ও বেয়ারা! গিলবি আর কত সুরা?
রোজ সমাজে সুস্থ জনমানসে চড়ছে ক্ষোভের পারা
বলতে পারিস এ ধারা আর কতকাল চলতে পারে?
ওরে, দিশাহীন ও বেয়ারা! গিলবি আর কত সুরা?
বলবো কী আর রোজ যা করে যাস নেশার ঘোরে।