শহর-গঞ্জে কলে-কারখানায় কত      
শব্দ-দানব।কলের শক্ত-চোয়ালের
অস্থি-মজ্জার তীব্র-রোষে একালের
প্রাত্যহিক ব্যস্ত জীবন ওষ্ঠাগত ।


উদ্ভূত শব্দে মুমূর্ষুরা ক্ষত-বিক্ষত,        
স্নায়ু-শূলে বিদ্ধ।সীমাহীন যন্ত্রণায়
ওরা সদা আড়ষ্ট,মাথার বেদনায়
নিয়ত তাদের ললাট ঘর্ম-সিক্ত।


অশ্রুধারার ঝরনা বহে গণ্ডদেশে    
ব্যথাতুর প্রান্তিক জনগণ একান্তে    
অরণ্যাদি ঠেলে পর্বতের পথে পথে  
ঘুরে বেড়ায় শাশ্বত-শান্তির আশে।


নবাগতরা শেষে পর্বতের ঢালে
আপনার দেহটি হিমানীর চাদরে
জড়িয়ে দানবের সীমার বাহিরে      
র’বে অনন্তকাল ধরণীর কোলে।