উল্কা খসার মতো পাগলপারা
মন বহুদিন আগেই ঘর ছাড়া
হলো যখন,তখন থেকে যেন
অবিরাম ছুটে চলছে সাম্যের
উদ্দেশ্যে।
আজব কাণ্ড,কী আর বলবো
তোমাকে,সুদূর থেকে দেখেছি
দু’হাতে আগলে ধরতে চেয়েছে  
এমন এক পৃথিবীকে যেখানে
ধনী দরিদ্র বলে নেই কোনও
বিভেদ বৈষম্য।
‘কেমন সেই পৃথিবী’?বিস্ময়ে
তাকে জিজ্ঞেস করে জেনেছি,
‘অদ্ভুত’!সেই পৃথিবীতে রয়েছে
বিশ্ব-জননীর একমাত্র অটুট
সংসার।সেথায় সমগ্র ভূখণ্ড কে
দেশে দেশে বিভাজন করবার
নেই কারো কোনও অধিকার।
স্বভাবত প্রশ্নও আসে না দেশ
ভূখণ্ডের সীমা রেখার।
ভাবো কাণ্ড কারখানা,অদ্ভুত
কি ঠেকছে না?তাই সে দিন
তাকে জিজ্ঞেস করে জেনেছি,
পাগলপারা মন নাকি জেনেছে
সেখানে নেই কারোর কোনও
জমির কিংবা কলকারখানার
মালিকানা।
তোমাকে বলবো কী তখনি
সাধ জাগলো অজানা অচেনা
সেই পৃথিবীটাকে আরও কাছ
থেকে জানতে হিউ-এন-সাঙ,  
এর মতোই পর্যটনে বেরিয়ে
পড়তে।
তারপর....?
বলবো সবই।শুধু একটু সবুর
করো।


        (চলবে)