ছয় বেয়ারা   জোয়ান তারা      
      বেজায় রোষে
ভাবলো বসে   দেশ ডুবেছে
      রাজার দোষে।


মনের দুখে    পালকি থেকে
        ফেললো তাকে                
জুটলো সাজা   খুঁজলো রাজা
        দিক বিদিকে।                


কপাল ভালো    খুঁজে পেল        
         আশে পাশে
উৎসাহে সে    সায় দিয়েছে
         ভিটেয় বসে।
  
রাজবেশে সে   সেজেই শেষে
        চললো হেসে  
পালকি চলে    ছন্দে দোলে
        ভাবনা কিসে?  
  
তাদের সাথে    রাজ বাটীতে        
         পোঁছে গেল            
বেয়ারা গণে    রাজ আসনে          
        বসিয়ে দিলো।


জাগলো আশা    পথের দিশা        
         মিলবে এবার
সুখের আশা     অশেষ তৃষা
        সবই সাবাড়।            


রাজ বেশে সে    টাটে বসে    
         চাবুক কষে
দিনের বদল     ভ্রান্তি সকল
        জুটলো শেষে।