জানি না,তার সন্ন্যাস নেবার সময়
হয়েছে কিনা!তবে তার ভাব গতি
দেখে মনে হয়,এখন জাগতে পারে
এই বাসনা।
শুনেছি লোক মুখে আগেও একবার
সংসার ছেড়ে হতে চেয়েছিল পরবাসী,
যেতে চেয়েছিল নাকি গয়া-কাশী।
সে সময় অনেকে করলো কান্নাকাটি,
তাই তার যাওয়া হয়নি তখন তাদের
অতিশয় আবদারে।
শুনেছি এবার যেতে চাইতে পারে
সাগর মেলায়।
এমনি এক ঘটনার কথা মনে পড়ে।
শুনেছি এক নবাব হজ-যাত্রায় ইচ্ছা
প্রকাশ করায় সে' খবর দাবানলের
মতো ছড়িয়েছিল লোক মুখে।
তারপরে,সেই তল্লাটে বাস করতো
যে সব প্রজারা,তারা নাকি নবাবের
দরবারে এসে ভিড় জমালো তার
বিদায়ের বেলায়।
‘প্রভু,এই ঘোর দুর্দিনে যাবেন না
আমাদের ছেড়ে’,এই বলে নাকি
দণ্ডবৎ হয়ে শুয়ে পড়ে পথ অবরোধ
করে জুড়ে দিয়েছিল আবদার।
হায় রে!কে,কবে শুনেছে এভাবে
কারো হজ-যাত্রায় বিঘ্ন ঘটাতে চায়।
বলো,তখন কী করার ছিল,তার?
নিরুপায় নবাব।সে সময় প্রজাদের
মুখের দিকে চেয়ে,মক্কায় যাওয়া
হয়নি তার।
এ ঘটনা নাকি বহু বছর আগেকার।
পেরিয়ে গেছে নবাবদের সে' দিনকাল।
আর সেসব আসবেও না ফিরে।
বলি,এ-রকম ঘটনার পুনরাবৃত্তি
কেহ ঘটিও না আর।
বলছি,এবার তার ইচ্ছা পূরণের সুযোগ
করে দিও।গঙ্গাসাগর যাত্রায় ব্যাঘাত
ঘটিও না আর।