বদলেছে! হ্যাঁ, যে যাই বলো, বদলেছে
সে দেশ পরিচালনার সব ব্যবস্থাপনা।
কেননা একমাত্র রাজার নির্দেশে সে দেশ
চলে। কোনও বুদ্ধিজীবী প্রযুক্তিবিদদেরও
কোনও প্রয়োজন হয় না।
সে দেশের জনগণ রাজার এতো অনুগত
যে,কেউ রাজার নির্দেশকে কখনো অমান্য
করে না।
সে দেশটি এমনি তাকে কল্পলোকও বলা
চলে।
লোকে বলে রাজার মৃগয়ায় যাবার ইচ্ছা
হলেও সে কখনোও ঘোড়ার পিঠে চেপে
বসে না।
সপার্ষদ কোথাও যেতে হলে পরিবহনের
কাজে ঘোড়াও গাড়ি টানে না।
রাজা-উজিররা চেপে বসলে বিলাসবহূল
গাড়িতে, সাথে সাথে সে দেশের জনগণ
যে যেথায় থাকুক-না কেন হাতের সমস্ত
কাজ ফেলে ছুটে এসে দলবদ্ধভাবে সেই
গাড়ি ঠেলে।
পুরো সমাজটাই এ কাজে নেমে আসার
ফলে কেউ আর পিছনে ফিরেও তাকায়
না কোনও কালে।
গাড়ির চাকা থেকেই কড় কড় শব্দ বের
হলে,বলবো কি তারা সবাই মিলে জোরে,
আরও জোরে সে গাড়ি ঠেলে যত শক্তি
যোগাতে পারে গায়ে গতরে।
সে সময় সব জনগণের ললাটে ফুটে ওঠে
দুর্ভাবনার ছাপ, কেননা তারা দেখে শিয়রে
সংকট।
অস্তগামী সূর্য। হেলে পড়ে দিগন্তের দিকে।
সে গাড়িটি গন্তব্যে পৌঁছানোর আগেই সূর্য
অস্তও যেতে পারে।