বলবো কী?
মনে হতে পারে একেবারে ডায়মন্ডের
মতোই স্বচ্ছ তার ভাবমূর্তি! রাতদিন
চারদিকে ছড়াচ্ছে দ্যুতি।
আজকাল চায়ের দোকানে, ট্রেনে,বাসে
এমন কী হাটে বাজারে ও সেটি সবার
যেন আলোচ্য বিষয়।
সে নিয়ে কম হচ্ছে নাকি মাতামাতি?
সমস্যা! ভাবমূর্তি এতো দ্যুতি ছড়ালে
কেউ কি আর সেদিকে ফিরে তাকাতে
পারে?
সবার মনে ভয় সেদিকে তাকালে যদি
চোখ ঝলসে যায়!
শুনেছি, সকলেই তাই করছে বলাবলি,
‘অযথা চোখগুলো নষ্ট করে লাভ কি?
তার দিকে না-চেয়ে বরং অন্য দিকে
ফিরে থাকা, সেও ভালো’।