ও কাঠুরিয়া! ছাঁটবে আর কত মহীরুহের ডালপালা?
অবশিষ্ট আর রইলো কী? এবার গুড়ি কাটতে বাকী!
অবিবেচকের মতো বৃক্ষ-ছেদন করলে বেলা অবেলা
ও কাঠুরিয়া! ছাঁটবে আর কত মহীরুহের ডালপালা?
করাতের কড়কড় শব্দ শুনে শুনে দু’কান ঝালাপালা
হায়রে! কত যে ক্ষতি করলে সেকথা যায় না বলা!
বলি এ সময় এই বৃক্ষের ঋণ বেমালুম ভুললে কি?
ও কাঠুরিয়া! ছাঁটবে আর কত মহীরুহের ডালপালা?
অবশিষ্ট আর রইলো কী? এবার গুড়ি কাটতে বাকী!