সব শিশুরা   বাঁধন ছাড়া
        ভাবনা রত
আপন মনে   ভাবতে জানে
       কবির মতো।


জানার খিদে   এই সুবাদে
       ভাবে গো মনে
ভাবনা গুলি   পাখনা মেলি’      
       উড়তে জানে।


কিসের খোঁজে   ঘোরে দরাজে
        গুণী রা জানে
তাইতো তারা   পাগল পারা  
        সকল ক্ষণে।


মনের সুখে    সাজিয়ে রাখে      
         বাগিচা টাকে
শোভন হলে     শিশুরা দলে      
        ভিড়তে থাকে।
      
ভ্রমর বেশে    সেথায় বসে
        চোষে ই মধু            
চাহিদা যত    খায় গো তত
        হলেই স্বাদু।


সকলে মিলে   যোগান দিলে
         গিলবে সুখে
যতন করে   মগজে ভরে  
        রাখবে তাকে।


সকাল সাঁজে   বসবে কাজে      
        নবিস মতো
মাথা খাটিয়ে   ঘাম ঝরিয়ে    
       শিখবে কত।
    
কাজের সেরা   হবেই ওরা  
       গুণের বলে        
জোর খাটালে   বিগড়ে গেলে
       যাবেই জলে।