বিপদে পড়ে যদিও হাঁচি ও কাশি দেখছে দেশবাসী
জেনেছি উত্তরণের পথ কান্না ও ছলনা রাশি রাশি
মিথ্যাও অনর্গল বলতে জানি
কবে বিপদ কাটবে দিন গুনি
তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চোখ রাঙাতে ভালোবাসি।


বিপদ থেকে উত্তরণ এখন সময়ের অপেক্ষা-মাত্র
শত্রুদের চিনিয়ে দেবো জাত-সাপের কোন গোত্র
বুদ্ধি ও ছলনায় বাজিমাত করবো
শত্রুদের জেলের ঘানিও টানাবো
প্রতিবাদীরা বাঁচতে শিখে রাখো সমস্ত স্তব স্তোত্র।


ক্ষমতা পেয়ে নিজ পরাক্রম শক্তি দেখিয়ে দিয়েছি
কত দেশী ছাগলদের ঘোল খেতেও বাধ্য করেছি
ঝুলি থেকে বের করবো বিড়াল
যাকে পুষে রেখেছি এতো কাল
আঁচড় দিয়ে শত্রুর দেহ ছিন্নভিন্ন করতে শিখিয়েছি।