মনে পড়ে,ভোটের আগে কী শুনেছেন?
কী ভেবে জনদরদীদের ভোট দিয়েছেন?
বলেছিল সরকার গড়তে দিন          
দুঃস্থদের সবার ফিরবে সুদিন          
করোনা কালে বিনা পয়সায় রেশন পাবেন।  


এবার রেশন নিয়ে আর চিন্তা কিসে?
বিনা পয়সায় রেশন পাবো ঘরে বসে।        
সাথে কারণবারি পেলে ভালো হতো
সমস্যাগুলো সব তখন মিটে যেতো
হাটে হেঁকে ডেকে বললো পাগলা বিশে।


তাকে বলছি যখন,অনুদান কে যোগাবেন?
বললো সে,ভাবনা কিসে?দেবে গৌরী সেন।
বলি,বাড়িয়ে করের বোঝা
অর্থ যোগানো খুবই সোজা
দুঃস্থরা না-জানলেও তিনি ভালোই জানেন।

বলি,কর্মসংস্থান না-হলে বাছাধন বাঁচবে কি?
কোত্থেকে আসবে সংসারের সমস্ত বাদ বাকি?
বাড়তি কর-এ অনুদান শোধ
হলো কি এবার সঠিক বোধ?
জীবন তুষের আগুনের মতো জ্বলবে ধিকিধিকি।