মাতৃভাষা মোদের প্রাণের ভাষা
অশেষ ক্লান্তি নাশা সুধার মতো      
এই ভাষাকে ভালোবাসবো যত
মায়ের মতো,প্রাণ জুড়বে তত।


সুখের সময় আপন হৃদ গহিনে        
যখন স্বপ্ন সুখের কুঁড়ি ফোটে
তখন মাতৃ ভাষার অশেষ দানে
ওদের লালন করি এই ভাষাতে।


জীবন যুদ্ধে নানান দুঃখে শোকে    
মনের ভিতর যখন জন্মে ক্ষত      
সব ধুয়ে যায় মাতৃ ভাষার টানে            
বানে কূল ছাপানো নদীর মতো।


জীবনের অমূল্য ধন এই ভাষা
লালন করবো তাকে মালীর মতন
ভাব বিনিময় করবো সদা হেসে
প্রাণ উজাড় করে সারাটা জীবন।


নিজের জীবন তুচ্ছ করে সদা    
বজায় রাখবো মাতৃ ভাষার সম্মান        
ভাষা সংকট দেখা দিলে তাকে
রুখতে নির্দ্বিধায় করবো জীবন দান।


মাতৃ ভাষায় কেহ হানলে আঘাত
কোন মতেই ওদের ঠাঁই দেবো না
হানাদার দের সাথে হলে সংঘাত
রক্ত ঝরলে ও পিছু হটবো না।


মায়ের অশ্রু ঝরা দিন গুলোকে
মোরা ফিরতে দেবো নাকো আবার
চিরদিনের মতো করবো বিদায়
ভাষা আগ্রাসী দের করবই চুরমার।  


মোদের স্মরণে মননে একুশ
বীর ভাষা শহীদ দের স্মৃতি গাঁথা
প্রতিদিন বহে রক্ত লসিকায়
সদা স্মৃতিতে থাকুক সেকথা।