বার্ধক্যে অবসর জীবনে স্মৃতি
ভাণ্ডারের দুয়ার খুলে দেখেছি
সমস্ত মগজ ব্যাপী জমে আছে
অজস্র ধূসর পাণ্ডুলিপি।
অনুভব করেছি প্রতিনিয়ত যেন
স্মৃতি রোমন্থনের কাজ চলছে
অতি কষ্টে কামারশালার ক্লান্ত
হাপরের মতো।
ভাবছি,জীবন নদীর মোহনায়
হয়তো জমেছে অজস্র জঞ্জাল।
গরবিনী মন সামনেই ছুটেছে
চিরকাল।প্রয়োজন ও সামান্য
অবসর বিনোদনের সময়টুকু
ছাড়া স্মৃতি রোমন্থনের জন্য
রাখেনি বিশেষ সময়।
স্মৃতিতর্পন করে পাইনি হদিস
কতকাল হয়নি সেথায় জঞ্জাল
অপসারণ।
মনকে তিরস্কার করে বলছি,
‘দুর্যোগ দুয়ারে।বুঝে নে এবার
এ তোর কোন অহংকার!’
এখন বার্ধক্যে এসে বলপূর্বক
ভাড়াটিয়া উৎখাতের মতোই
ধূম জাল সরানোর জন্য চলছে
প্রচেষ্টা।
ভাবি,জীবন নদীর সামর্থ্য আছে
কি মোহনায় এসে নদীখাতের
জমা জঞ্জালকে সরিয়ে আবারও
ডেকে আনতে পূর্বের ধারাপাত?