সাঁতরে সাগর পেরলে হয়তো কাজের অভাব হবে না  
সে ঝুঁকি না-নিলে এ-পাড়ে হয়তো কাজও জুটবে না।
এই ভেবে সাগরে ঝাঁপ দিতে যাস নাকি?
ভাবলি না সাগর জলে ঘটতে পারে কী?
নামবি জলে? খিদে মেটাতে কুমীর তোদের ছাড়বে না।  
  
ওরে, সাগর জলে নামিস না, সাঁতার কাটতে যাস না    
কুমীর তোদের সাগর পেরিয়ে তীরে পৌঁছতে দেবে না।
খাই খাই করছে সেটি খিদের জ্বালায়
খাবার দেখলে সেসব ধরে গিলে খায়
সামনে যা পায় সেসব পেটে না-পুড়ে সরে আসে না।    


ওরে, সরে দাড়া সেটি তার ভুঁড়ি ভরিয়ে নিক আগে
নয়তো তার খাবারের ভাগীদার ভেবে যাবে সে রেগে।
ওরে, এ জন্তুকে তোরা সমঝে চলিস
সেটি ধরলে পাবো না তোদের হদিস
বলি শোন,জলে যাস না,তাকে ভোজ সারতে দে আগে।