চাঁদের গায়ে কালিমা নয়
রয়েছে নিপুণ আলপনা।      
প্রেমের পাশে বিরহ নয়
অপার মহিমার জোছনা।    


সম মনা প্রেমী অবিচল      
বিশ্বাসে ওরা সদা অটল    
কভু করে নাকো টলমল      
ওদের মনে জাগে না ছল।  


প্রেম সাগরে ভাসে না ওরা  
গরিমা ভুলে অতলে ডুবে  
সাগর হতে মোতি কুড়িয়ে    
মালিকা গড়ে তোলে নীরবে।  


লোভে হয় না বাঁধন ছাড়া  
প্রলোভনে পা দেয় না তারা।  
প্রেমের সৌরভে দেয় সারা    
কভু হয় নাকো বেপরোয়া।    


সংসার সৌধ রচনা করে    
ওরা সারা টা জীবন ধরে
প্রেম-দীপকে জ্বালিয়ে রেখে
লালন করে গো সমাদরে।