রাত্রিতে দেউলিয়া দিশেহারা মন
নিঃশব্দে নীরবে শান্তির তপোবন
খুঁজিবারে তার ডানা মেলে ধরে  
পাড়ি দেবার সময়ে।নিস্তব্ধ ঘরে  
তার ডানার স্পন্দনে মোর বুকে
শিহরণ জাগালো সে এক পলকে।


কখন যে ঘুমিয়েছি নির্ভয়ে তার  
সঠিক সময় হৃদয় মাঝে রাখার    
দায়টা ভুলেছি তখন।গহন রাতে    
স্বপ্ন-পরী অতিশয় উৎসাহে মেতে
আঁধার-গিরি পথ ধরে চুপিসারে        
ফিরে এলো মোর হৃদয় কুটিরে।


উথলি উঠি নিরুদ্দেশির আগমনে  
অন্তঃস্থলে অপ্সরা স্বপ্নের বিচরণে।
তখনি হৃদয় গহনে চকিতে বসে          
অপ্সরা মোর উল্লাস দেখে হাসে।
‘স্রষ্টা’ এসে জুড়েছে স্বপ্ন-র সাথে    
আলাপচারীতা করেছে দেহ রথে।


‘স্রষ্টা’ স্বপ্নকে অতিশয় সঙ্গোপনে        
অমূলক বিভ্রান্তি সমূহের প্রশমনে    
স্বপ্ন-র বাস্তবায়নে দিয়েছে টিকা
কর্মোদ্যম বৃদ্ধি করার নির্দেশিকা।