আকাশের ঘন ঘন বদলাচ্ছে রঙ।
এই যেমন,কখনো নীল আবার কখনও
ঘন কালো মেঘে ঢাকা।
বলতে পারো,বনবন করে ঘুরছে চাকা।
তেমনি বদলাচ্ছে রাজা-বাহাদুরদের জমানা,
আর বিনা মেঘে বজ্রপাত?
সেও ঘটছে কখনো কখনও।
এই যেমন দেখো,ভারী অদ্ভুত কাণ্ডখানা!
তাদের নাকি বলতে হবে কোন দলে আছি
আর কী তার ঠিকানা!
জমানা পালটায়,জামা পাল্‌টালে তবে এতো
হৈ-হৈ পড়ছে কেন?
তাদের নাকি খবর দিতে হবে,বলতে হবে
নীল,সবুজ,হলুদ, গোলাপী কোন জামা কখন
পড়ে আছি?
বলি,এসব নিয়ে করো না বেশি কড়াকড়ি,
তা হলে জামা পাল্টে চলে যাবো এদিকে কিংবা
সেদিকে,যখন যেদিকে পাল্লা ভারী,
তখন টিকির হদিসও পাবে না।
দেখবে,জমানা পাল্টে যাবে সাথে সাথে।
শোনো,সুযোগ তো বারবার আসে না।
সুযোগ এসেছে যখন,কাজে লাগাতে দাও
ষোল আনা।এই যেমন কিছুটা কামাই
করছি বেকারত্বের যুগে!