একজন কর্মহীন বেকার বলছি
তোমাকেই,কবি,তোমার প্রেমের
সব কবিতা গুলো সন্দেশ বলে
মনে হতো আগে।
কিন্তু আজকে বলছি নির্দ্বিধায়,
বেকারত্বে জেরবার হওয়ার পর
সে গুলো মনে দাগ কাটছে না
আর।
চেয়ে দেখো,কবি,পরিযায়ীরা যে
পথে যাচ্ছে,তুমি কি দেখতে পাও
চলার সেই পথটি গেছে বেঁকে?
জানো,কবি,পথের সে বাঁক দেখে
মনে পড়ে কিভাবে মিষ্টি দোকানে
সো-কেসে সাজানো মিষ্টিগুলোকে
দেখে মুখটি ঘুরিয়েই চলে যেতে
অভ্যস্ত হয়ে গেছি।
তাই বলছি খিদের জ্বালায়,কবি,
মিঠে ভাব ছেড়ে আজিকে টক
কিবা ঝাল কিছু দেবে কি?