দেখেছি এক গাছের ডালে বসে
ভাবলো কাকাতুয়া এক দিবসে    
জগৎ টা কেমন তার নেই যে জানা
উড়ে দেখে আসতে নেই তো মানা।


পাসপোর্ট ভিসা ও কিছু লাগবে না  
সে কথাটি ও তার ছিল জানা।
তাই সে বহু দিনের শখের বশে  
একদিন পাড়ি দিলো দেশ বিদেশে।


উড়ে গিয়ে একটি আজব দেশে  
দানা শস্য খেয়ে রসে বসে
দেশ দেখতে বেরিয়ে রুদ্ধশ্বাসে  
পৌঁছে গেল সে রাজ বাড়ির পাশে।
    
খোশ মেজাজে দেশটির খবর নিতে
বসলো গিয়ে একটি বট গাছে তে।
দেখলো সেথায় বসে আজব কাণ্ড  
বেঁকে আছে দেশটির মেরুদণ্ড।


চারটি পিলার নিয়ে সেটি গড়া
ঝড় এলেই সব করে নড়াচড়া।
নড়ছে যেন বুড়ো দাঁতের মতো    
হেলছে দুলছে ওরা পারছে যতো।

পিলারগুলো র উপর রসে বসে  
গণতন্ত্র আছে খোস মেজাজে    
দূরের থেকে দেখে সেই কাণ্ড টি
পাখি ভাবছে টলছে যে সেই দেশ টি।