ধর্মের ভিত্তিতে দেশ ভূখণ্ডে ভেদ-রেখা
টানবার পরে গঙ্গা এবং ব্রহ্মপুত্র দিয়ে  
কত জল বয়ে গেছে সাগরে।


আশ্রয় হারা অসহায় মানুষদের ভাগ্যের    
লাটিম বনবন করে ঘুরলো তখন সতত        
অবাধ্য ঘূর্ণি পাকের মতো।
  
দেশান্তরে মাথা খোঁজার আশ্রয়ের পরে
ওরা মাথা ঢাকতে খড়-কুটোকে বেছে
নিলো ছাতার মতো অবলম্বন।


ছেড়ে আসা তাদের বসত বাড়ি গুলো    
একাকীত্বে রাতে সব তারাদের জিজ্ঞেস
করেছিলো প্রতিদিন,কোথায় চলে গেছে
এখানে থাকতো যারা এতদিন।


উত্তর পায়নি নিঃসঙ্গ বাড়িগুলি তারাদের
কাছ থেকে।ওরা জানবে না কোন দিন,
কোন ঠিকানায় আছে বাস্তু চ্যুত মানুষেরা,
এতকাল আলিঙ্গন বদ্ধ ছিল যারা।


যাযাবরের মতো পথে পথে ঘুরে সেই
মানুষেরা জীবনান্তে দেখছে শেষ হয়নি  
আজও তাদের ভাগ্যের বিড়ম্বনা।


বানভাসীদের হারাবার কী আছে?তাদের  
জন্য উন্মুক্ত ডিটেনশন ক্যাম্পের দক্ষিণ
দুয়ার।জীবনান্তে ওরা খুঁজে পাবে ধূসর
পৃথিবীতে ওদের শেষ ঠিকানা।