ন্যূনতম চাহিদার পরিমিত কলসটি  
পালিশের গুনে বেশ চকচকে পরিপাটি।
জলাভাবে সমগ্র দেশটা খরা কবলিত
দুর্যোগের আশঙ্কায় সরোবরও শঙ্কিত।
    
জলাভাবে কলসটি খানিকটা জল গিলে
খানা-খন্দে কাদা মেখে ভেসে আছে গলা তুলে।  
তৃষাতুর কলসটি অবিরাম হাঁই তোলে        
সেই দেখে দুর্বৃত্তটি ফাঁদ পাতে অন্তরালে।


ধ্বনি তোলে বরিষণ ধারা ডেকে আনবেই
তৃষাতুর কলসির সব তৃষা মেটাবেই।    
রাগাশ্রিত সুর-ধ্বনি ছড়ায় সমগ্র দেশে
ঝড়ের আবহ গড়ে তোলে শান্ত পরিবেশে।


বরিষণ বহুদূর খরা কবলিত দেশে
কলসির তৃষাটুকু মিটবে না অবশেষে।
কে,ভরায় কলসির সেই খালি অংশটুকু  
দূরবীনে দেখবোই আবহের শেষটুকু।