তুলো ধুনে যাও! ধুনলে যাকে বুঝছে সে-ই কষ্ট
বাদবাকিদের মালুম হবে? গায়ে লাগে কি জ্বালা?
বঞ্চিতরা কাঁদে কাঁদুক বুঝে তাদের এ জীবন নষ্ট
তুলো ধুনে যাও! ধুনলে যাকে বুঝছে সে-ই কষ্ট।
তোমার পকেট ভরলো কি বঞ্চিতরা হলেও রুষ্ট?
সে সাধ মেটাতে বাধা কী সমাজ হলে বধির কালা?
তুলো ধুনে যাও! ধুনলে যাকে বুঝছে সে-ই কষ্ট
বাদবাকিদের মালুম হবে? গায়ে লাগে কি জ্বালা?