মনের ভাবনা বলাকার মতো    
ডানা ছড়িয়ে কী অসীম উল্লাসে    
ইথারে সাঁতার কেটে পাড়ি দিলো      
বহু দূরের কোন অজানা দেশে।


কালো মেঘ রাশি দিগম্বর সাজে
হঠাৎ ছড়ালো সুনীল আকাশে।      
ঘন ঘোর আঁধারে এগোনো দায়  
ভাবনা রা যেন বড় অসহায়।


চারদিক থেকে এলো সেই দস্যি
গলা চেপে ধরলো যেন সাঁড়াশি।  
ভাবনা ভয়ানক কেঁপে অসাড়ে
ঘুরপাক খেয়ে পড়লো ভাগাড়ে।  


তার ভরা যৌবন ক্ষত-বিক্ষত,
দিশা হারা মাথা ঠুকলো নিয়ত।
সেথায় কীটের বীভৎস কামড়ে
ভাবনা ক্ষত বিক্ষত হয়ে মরে।


উঁকি মারে প্রতীক্ষিত সেইদিন
যেদিন মেঘ গুলি হবে বিলীন
আত্মহননে বা প্রাণঘাতী বিষে      
কীট রা নিশ্চিত মরবে সেদিন।