মাটি খুঁড়তে লাগলো ঢল    বসিয়ে দিয়ে জলের কল
                তুললে অশেষ মিঠা জল
নেই সেথায় অঢেল জল    এই কথায় নেইকো ছল
                গবেষণায় জুটলো ফল।


গবেষকরা বললো ওরে    চাহিদা কমাও সব ঘরে
                 এই বিপদে বাঁচার তরে
কাজে লাগাও একই জল    অনেক কাজে হবে সচল
                 নয়তো মরবে প্রতি ঘরে।


সায় দাও নি সেই কথায়     রাখো নিকো মনের পাতায়
                 যেমন খুশি তুললে জল
বিপদ ঢেকে আনলে ঘরে     সব মানুষ মরছে ওরে
                কল গুলো হয়েছে অচল।


বিপদ এলো জগত জুড়ে      পাতাল ফুড়ে দিন দুপুরে
                 আসবে সেটা ছিলই জানা
সারাটা দিন জল তুলেছ      অনেক জল ফেলে দিয়েছ
                ভুলেই ছিলে তাদের মানা।


নিঠুর নিয়তি ডাকে আজ     ফল মিলবে যেমন কাজ
                 ঘটছে সেটা নানান দিকে।
আর বাঁচার উপায় নাই      সেই কথাটা বলতে চাই
                দোষ দিও নাকো প্রকৃতি কে।