দিকে দিকে তাদের নিয়ে সংঘাত টা ঠিক
যেন দৃঢ়চেতা চাঁদ সদাগরের সাথে দেবত্ব
লাভের আশায় মানুষের পূজিতা হবার
অভিলাষী মনসা র।
নিয়তির নির্মম পরিহাস।দেশভাগের উত্তাল
ঝড়ে ভাসমান ছিন্নমূল বাস্তুহারারা বুকে
একরাশ যন্ত্রণা নিয়ে দেশ ছেড়ে বাঁচার
আশ্রয় খোঁজে লক্ষ্মণের গণ্ডিরেখার মতো
দেশের সীমারেখা পেরিয়ে পরেছে আজ
নিয়মের চরম দুর্বিপাকে।
সুদীর্ঘ বন্ধুর পথ পেরিয়ে এসে ছিন্নমূল রা
দেখছে তাদের ভবিষ্যতের স্থায়ী ঠিকানা
অজানা।তারা জানে না কৌরবদের রোষে
পড়ে পাণ্ডবদের দশার মতো তাদের জন্য
কোন জতুগৃহ প্রস্তুত কিনা।
নাগরিক সমাজ হয়েছে দ্বিধাবিভক্ত।সর্বত্র
কূূটকচালির পাশাপাশি তীব্র সংঘাত চলছে
নিয়ত।এক পক্ষের আক্রমণে বাস্তুহারাদের
অবস্থা কালনাগিনীর দংশনে লখিন্দরের
দশা প্রায়।
আন্দোলনের স্রোতে ছিন্নমূলদের মিত্রপক্ষ
লখিন্দর কে বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ বেহুলার
মতো আশার ঝাঁপি নিয়ে ভাসছে ভেলায়।