দমকা হাওয়ায় আছড়ে পড়ে মন
হঠাৎ আমিই যেন অচেনা কেমন
এ কেমন হাওয়ায় দোলে উঠে প্রাণ
কি বাসনায় হৃদয় করে এতো আনচান।


ভর দুপুরে প্রখর রোদো হলাম নিরুদ্দেশ
সূর্য তাপে চর্ম পুড়ে ধরেছে একি বেশ
ইরান-তুরান-তুরিন ঘুরেও মনটা ভীষণ ফাঁকা
হৃদয় খাতায় যত্ন করে কার ছবি আঁকা।


উতাল হাওয়ায় ভেসে ভেসে মন উদাসী আজ
দিবাস্বপ্ন দেখে দেখে রাখছি ফেলে কাজ
কার জন্য স্বপ্ন বুনা, গুনছি দিনক্ষণ
কার মায়ায় আটকা পড়া, করছি কঠিন পণ
দিবানিশি প্রতিক্ষণই আশায় থাকি তার
হঠাৎ যদি এই ধরাতে দেখা হয় আবার।


শাহ্‌জাদা আল-হাবীব
০২.০৭.২০১৮