সুশোভিত ছায়ামঞ্চে বাস করে একাকীত্ব
উড়ে এসে বসে পারিজাত বিহঙ্গ,
অধরে আঘাত প্রকটিত
বারবার ফিরে আসা নীল মাছরাঙা
চুমু খেতে হাতছানি দেয় অনিশ্চিত ভবিষ্যৎ
নীড়ে ছুটে চলার প্রেরণা দূর ;
অথবা অভিযানের প্রবল নেশা
দীপ্তিময় দোদুল্যমান ক্ষীণ নূর ;
পেছনের কপাটে আটকে আছে ঘোমট হতাশা।


আমাকে কেউ মুক্তি দেয় না
আমাকে কেউ মুক্তি দিতে চায় না
আমার নামটি বিশ্বাসঘাতকতা করেছে
এদিকে 'মুক্তি' ও আমাকে মুক্তি দিতে নারাজ।


শাহ্জাদা আল হাবীব
২৫.০১.২০১৯