হে ঈশ্বর! আপাতত আর কিছুই চাই নে,
শুধু এই যান্ত্রিক জীবনের অবসান চাই।
বাঁচতে চাই মোদের পূর্ব-পূরুষদের মতো,
যে জীবনে ছিল আনন্দ যে কতো শত।


সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনি শেষে
সন্ধ্যায় ঘরে ফিরে এসে-
অর্ধাঙ্গীর কোমল পরশে
সকল ক্লেশ যেতাম যে ভুলে।


হে  ঈশ্বর! আপাতত আর কিছুই চাই নে,
শুধু এই যান্ত্রিক জীবনের অবসান চাই।
যান্ত্রিকতার ছোবল  থেকে  পরিএান চাই
মুক্তি চাই কৃএিম প্রেয়সীর মোহ থেকে।


হে  ঈশ্বর! আপাতত আর কিছুই চাই নে,
শুধু এই যান্ত্রিক জীবনের অবসান চাই।
ফিরে চাই স্বর্ণালী অতীত
বাঁচতে চাই প্রকৃতিকে আঁকড়ে ধরে।


কিশোরগঞ্জ
১৩.১০.২০১৫