হুতাশন


অসহায় ভিখারীর মতো চেয়ে থাকি না আর
নির্ঘুম রাত, স্লিপিং পিলকে বিদায় জানিয়েছি
কুড়িয়ে পাওয়া কিছু অবসর উপভোগ করি
জোছনা মাখা রাতে চলে বেদনা বন্দনা।


প্রয়োজন নেই মিথ্যে প্রবোধ, সাত্ত্বনা
কিংবা এক টুকরো আশ্বাস
যে ফেরার সে ফিরবেই আজ নয়তো কাল
যে জ্বলছে সে শুধু পোড়ুক হুতাশনে।


শাহ্জাদা আল-হাবীব
০৪.০৭.২০১৮