আজ রাত কাল রাত, তুমি নেই শিয়রে
বুকেতে কাঁপন উঠে ও আমার প্রিয়রে
তুমি ছাড়া এই ধরা হয়ে উঠে ফ্যাকাশে
নেমেছে কাল মেঘ মনের এই আকাশে
অচেনা এই পৃথিবীতে একা থেকে ব্যর্থ
যত কিছু শুনি বলি মনে হয় যেন দ্ব্যর্থ।


খেয়ালী এ খেলা শুধু বুক-মন-মাজারে
হেয়ালী এ হেলা রেখে বুক-মন-বাঁচারে
নির্ঘুম এ রাত্তিতে একা একা জাগা দায়
প্রিয়ও পাশে নেই, হে বিধি হও সহায়।


কিশোরগঞ্জ
১১.০৫.২০১৯