আমি কিংকর্তব্যবিমূঢ়,
যখন দেখি গরীব বলে ছেলেটিকে মেঝেতে ফেলে দিলে
গরীব হয়ে জন্মানোটা কি ওর অপরাধ?


আমি কিংকর্তব্যবিমূঢ়,
যখন দেখি তুমি আকণ্ঠ ভোজন করো
অপরদিকে অসংখ্য পথশিশুরা অনাহারে থাকে।
এক মুঠো খাবার কেন তাদের জুটে না?


আমি কিংকর্তব্যবিমূঢ়,
যখন দেখি তুমি সাদা-কালো বৈষম্য করছো।
উভয়ের দেহে কি একই রক্ত বইছে না?


আমি কিংকর্তব্যবিমূঢ়,
যখন দেখি শত জুলুম,নির্যাতন, গনহত্যা
দেখার পরও তুমি নিশ্চুপ।
মনুষ্যত্ব বলে কি কিছু নেই আজ?


শাহ্‌জাদা আল-হাবীব