ত্রিকোনমিতি, ক্যালকুলাসের জটিল সমস্যার সমাধান হলেও একটি সরল অংক মিলছে না
জটিল ধাঁধা ; সুডোকু কতো সহজেই মিলে যায়
স্ট্রিং থিওরি কিংবা আপেক্ষিক তত্ত্ব অনায়াসেই বুঝে যাই
অথচ এখনো আকাশের রঙ বুঝে উঠতে পারিনি।


ম্যাক্স প্লাংক কি কখনো সিদ্বান্তহীনতায় ভুগেছিলেন
ধাঁধায় পড়েছিলেন কোন কামিনীকে দেখে
শুনেছি হাইজেনবার্গ ও পড়েছিলেন অনিশ্চয়তায়
ইলেকট্রন ও নারীর মন যেন একই সূত্রে গাঁথা
কখনো তরঙ্গ; কখনো কণা।


যে রশ্মি হৃদয়ে হেনেছে ক্ষত; তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা বাতুলতা
যে মহাকাশযান পৃথিবী ছেড়েছে ; তাকে ফিরানো দুষ্কর
যে গ্রহে মঙ্গলের লাল মাটি; তাতে ফসল ফলানোর চেষ্টা নির্বুদ্ধিতা
যে প্রণয়ে বাসা বাঁধে দোটানা ; সেখানে থাকে শুধু উন্মত্ততা।


শাহ্জাদা আল-হাবীব
১১.১২.২০১৮