অদৃশ্য কারাগারে,
বুকের সীমান্ত যে সংরক্ষিত
নতজানু মন তো বুঝে না।
যে হৃদয়ে কোন অধিকার নেই,
অন্য সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ;
সে হৃদয়ে কেন পড়ে থাকে মন?


মহাকালের অতলে,
বৃন্ত হারিয়েছে ফুল, বৃক্ষ খুইয়েছে মূল
শুধু কালপুরুষ জানে, কার কতোটুকু ছিলো ভুল!
আগুনের পুরনো খেলায়,
কয়লা পোড়ালে হয় লাল, বেদনার শাড়ি হয়ে উঠে নীল
তবু পাঁজরের জাদুঘরে থাকে তোমার হাসি অমলিন।


নিঃসঙ্গ নিশিতে,
এ জোছনা রাত, আকাশের তারা,
এবং সাক্ষী অত্যাধুনিক প্রযুক্তি --
একদিন ইশারায় কাছে ডেকেছিলে
দেহের ভাঁজ খুলে দিয়ে পাশে বসেছিলে
যৌথ পাঁজরের সন্ধিকে আপন ভেবেছিলে।


স্বর্গ থেকে মর্ত্য,
বিরাজমান নক্ষত্র ও তারকারাজি
আকাশগঙ্গা গ্যালাক্সি ও জানে অর্ফিয়াসের বাঁশি --
তুমি একদিন আমায় ভালবেসেছিলে।
হে পৃথিবী শোন,
প্রেমিক কখনো প্রাক্তন হয় না।


শাহ্জাদা আল হাবীব
কিশোরগঞ্জ
০৫.১০.২০১৯