চারিদিকে হাহাকার,
বাতাসে রক্তের গন্ধ।
পথের ধারে শকুনের খাবার
দলবেঁধে উড়ছে কর‍তে সাবাড়।
রেললাইনে কিশোরের টুকরো লাশ
মাথা,হাত-পা সব বিচ্ছিন্ন
একি বীভৎস দৃশ্য!


নিরাপত্তাহীন এ জীবন,
এগোচ্ছি সে পথে
যে পথে বেপরোয়া জীবন-যাপন চলবে-
উশৃঙ্খলরা ভাঙ্গবে সব শৃঙ্খল
চলবে রক্তের জুয়া খেলা
যে খেলায় হেরে যায় শুধু মানবতা।


প্রতিহিংসাময় রাজনীতির মহাধ্বংসৎসবে
নিমজ্জিত হচ্ছি আমরা।
"গণতন্ত্রের" যাঁতাকলে পিস্ট জাতি
দুর্নীতির কাল থাবায় আজ বিপর্যস্ত
অর্থের কাছে তুচ্ছ এখন আপনজন।
এ কোন যুগে এগুচ্ছি আমরা?


কিশোরগন্জ
০৪.০৯.২০১৫