প্রতিবারের ন্যায় রাঙা পালকিতে চড়ে
চৈত্রের খরা, তীব্র তাপদাহ শেষে-
কালবৈশাখীর আগমনী বার্তা নিয়ে
বৈশাখ আজ করা নাড়ছে দুয়ারে
চল আজ যাই ঘরের বাইরে
বৈশাখ যে ডাকছে হাত বাড়িয়ে।


পুরনো দিনের শত বাধা বিপত্তি পিছনে ফেলে
দুঃখ কষ্টগুলো সব ভুলে গিয়ে-
অপ্রাপ্তির খাতা জাদুঘরে তুলে রেখে
চল বরণ করি পহেলা বৈশাখ রে।
বিচিত্রতর শাড়ির সাথে কপালে সূর্য টিপ
ঝনঝনিয়ে কাচের বেলোয়ারী
প্রানের উল্লাসে নৃত্য-গীত-হাস্যে
প্রান চঞ্চল আজ বাঙালি নারী যে
জাত-পাত, দল-মত সব ভুলে গিয়ে
বাঙালি চেতন জাগ্রত হোক নতুন রুপে
চল আজ বরণ করি পহেলা বৈশাখ রে।


কিশোরগঞ্জ
০৫.০৪.২০১৭