তোমার সূর্যটা তোমারই থাকলো
আমার হয়ে উঠলো না
বুঝলেনা আমার আকাশের বিশালতা
স্বৈরাচারীর মতো রাজ্য চালিয়েছো
অত্যাচার করেছো মনের উপর।


আমার আকাশে মেঘ ছিলো
সূর্যটা হারিয়েছে সে কবেই
অনেক খুঁজেছি, এখানে সেখানে সবখানে
নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গিয়েছিলো পুরো গ্যালাক্সি
তবুও কেউ কোন খোঁজ এনে দিতে পারেনি।


ভেবেছিলাম তোমার সূর্যটা ভাগ নেবো
ভাগ করে নেবো দুঃখ-সুখ, কান্না-হাসি
আলোছায়া, স্বপ্নের সকল ফানুস।
ভেবেছিলাম আমার আকাশটাও লিখে দিবো
তোমার দুর্ভাগ্য; প্রকৃত ঠিকানা চিনলে না
সংকীর্ণমনা তুমি যে বড়ো ভুল করে ফেলেছিলে
সে বোধোদয় কবে হবে তোমার?


শাহ্‌জাদা আল-হাবীব
০১.০২.২০১৮