নিজ দেশে নিরাপত্তাহীন জীবন
যেখানে শুধু ধ্বংসের উৎসব
সেখানে তো বসবাস অসম্ভব
যেখানে শুধু কামানের গর্জন, ড্রোন, অস্রের ঝনঝনানি
নির্যাতন, অকাল মৃত্যুর ভয়
সেখানে জীবন-যাপন অসম্ভব।


অগত্যা তারা আজ ইউরোপমুখো
নিজ প্রাণ বাজি রেখে চলছে অনিশ্চিত যাত্রাটা
মাথায় নেই নৌকা ডুবার কথাটা।
গৃহত্যাগীদের একটাই পরিচয় ওরা  শরণার্থী।
মানুষ নয়তো আজ শুধু শরণার্থী ওরা!
তাইতো তাদের জন্য সীমান্ত, রেলওয়ে সবই বন্ধ।


"তোদের জন্যই তো আমাদের এই দুর্দশা,
রক্তপিপাসু পিচাশ তোরা।
আর কতো রক্ত চাই তোদের?
আর কতো আইলানের মৃতদেহ দেখতে চাস?
জঙ্গিবাদ, আইএস নিয়ে আর কতো নাটকের মঞ্চায়ন দেখতে হবে?"


"গণতন্ত্র" এর ফেরিওয়ালারা, মানবাধিকার রক্ষার নামে
ওরাই লঙ্গন করে মানবাধিকার!
বাক স্বাধীনতার কথা বলে যারা মুখে ফেনা তুলে
তারাই আজ তালা দিতে চায় স্নোডেন, এসেন্জের মুখে!


সেইদিন হয়তো বেশি দূরে নয়
যেদিন পতন হবে সকল সাম্রাজ্যবাদী শক্তির
অন্যায়, অত্যাচার, অনাচার, অপশক্তি নির্বাসিত হয়ে
মনুষ্যত্ব, সাম্য, ভালবাসা পুর্নবাসিত হয়ে
আবারো বাসযোগ্য হয়ে উঠবে এই ধরণী।


শাহ্জাদা আল-হাবীব
২০.০৯.২০১৫