আমি হয়তো বিকিরিত নূর দেখে
মাতালের মতো দিশেহারা হয়ে
সদ্য পরাজিত নৃপতির মতো দিক্-বিভ্রান্তে পড়ে
ভূলোক, দ্যুলোক, গোলক ছুটিয়া
কোন কোল-কিনারা না পাইয়া
দুমুঠো আশ্রয় চেয়েছিলাম জ্বলন্ত  নক্ষত্রের কাছে।


ভেবেছিলাম তার বিশাল সাম্রাজ্যের মাঝে
কিছুটা তো ঠাঁই পাবো।
নির্বোধ এ প্রাণ ভুলে পড়েছিল
সে ভুলে গিয়েছিল যে
নক্ষত্রদের সৌন্দর্য দূর হতেই শোভা পায়
ওদের আলোয় দূরের বস্তু শুধু উদ্ভাসিত হয়
আলোকিত হয়,দ্যুতি ছড়ায়।


ওরা আশ্রয় দিতে জানে না
ওদের নিকটে গেলে পারে শুধু
কৃষ্ণ অগ্নিতে সমস্ত স্বপ্ন পুড়িয়ে নিঃশেষ করে দিতে।


শাহ্‌জাদা আল-হাবীব
২৭.০৫.২০১৭