ওরে কিশোর, ওরে তরুণ, ওরে আমার কাঁচা
শাসক শ্রেণীর খড়গ থেকে এবার তোরাই আমায় বাঁচা
ওরে নবীন ওরে কিশোর ঐ চেয়ে দেখ পোষা 'সুশীল'
ভাই মরিয়াছে, তাতে কি, স্লোগানে খুঁজে ওরা শ্লীল-অশ্লীল
খুনে লাল রাজপথ তাতে মন্ত্রীর কি; হাসিতে কি আছে কোন মানা
ওদের কাছে মোদের জীবনের দাম নাই যে চারি আনা।
-
জেগেছে কিশোর, জেগেছে কিশোরী জাগিয়েছে পথ শিশু
আজ সেই কাজ-ই কচি হাতে তুলে নিল যা করেছিল যিশু
জেগেছে সতেরো, জেগেছে আঠারো জাগিয়েছে নব্য তরুণ
বাবুদের শিক্ষা দিতে রাজপথে গিয়ে ইউনিফর্মে মেখেছে অরুণ।
-
অরুণ খুনের তরুণ সেনা পাঠশালা ছেড়ে রাজপথে
জঞ্জাল সরিয়ে, আইন শিখিয়ে আনছে ওদের সুপথে
জাগ্রত খুদে সৈনিক তোরা, রাজপথেই তোরা থাকিস
তোদের সুরে আমরাও চাই 'উই ওয়ান্ট জাস্টিস '।


শাহ্জাদা আল-হাবীব
০৪.০৮.২০১৮