জলের বারি ঢেউয়ের ঢেউ ডুবারী-
সলিলের অন্তো মাঝি বাহি্ হতে মাঝতলি মৎস্যতি।
শুন্যোস্হানি সোনালী রোদ্র প্রহরী-
আধো-ছায়া ঝাঁপটানি- বিলাস-বেসি স্থান বর্জোনি।
কূলের পাড়ি কন্টযুক্ত পানি- প্রখর রোদ্র জলোস্হানি-
সুখোবাড়ী জলোভেদী স্হান-স্হান্তরি- কাঁটা সারে যুক্ত দুঃখি মৎস্যতি।
কোচোরী শাবক-নালি ভিন্ন-বিভিন্তরী- তৃণলতা গুল্মি-
বসন্তোরী শতক কষ্ঠি দ্বাড়ি- জীবন ধারণ ধরোতি মৎস্যতি।
আঁখি-তাঁরা নয়নে দিক্ভষ্ট- মূশলের ওই বর্ষাতি অন্তো-
বৃহত্তমি মাচি ক্ষুধিতে ধিক্ নীমে তুষ্ট- ক্ষুদ্রের মাচি মৎস্যতি ভক্ষ।
টিনের-কুটীরে টিনের-চালে বারি পোড়ে-
রবি-রাশ্মি সূর্যের-আলোকপাতি বহ্নি গমিতে,
ধূম ওড়ে ঈশান শূণ্যকাশে- ধরায় ধরিতে।
জলোবাষ্পো সলিল-শূন্য জলোবিম্বী ভাষ্মী-
খনেক-প্রতি পৃথ্বীর-ভূমি গগন হতে ভাস্মী,
কোথা হতে কোথায় আসি- সেথা হতে সেথায় ভাসি।
দিনোরাতি জাগ্রত আমি পাড়- দিপান্তরী-
দৃষ্টোতি আমি বিধি বিধাতার জগৎ রঙ্গপুরী।
পূর্ণিমা-তিথি মধ্যনিশি জ্যোৎস্না-ময়ী-
জগৎমোহী দিক্ হতে দিগন্তরী আমি মৎস্যতি।
অমাবস্যা তিথি আলোক হানি ঘোর অন্ধ যপি-
পূর্বাকাশে আলোক জ্যোতি সোনালী আপাড় জলোপাড়ি হাঁনি;
যেমোতি- রোদ্দুরের সোনালী চড় জলোপৃষ্ঠে ভাসি,
তেমোতি- রোদের চড়ে বারি সোনাফলায় মুক্তা আনি।
দক্ষিণাকাশে কালো কুচলা মেঘে সাজে সাদা বর্জ্যপাতে মুক্তো হাঁসি-
অমাবস্যা-নিশি রাত্রি ঘনি- অন্ দৃষ্টি রহি মৎস্যতি;
পূর্ণিমা-রাতি চন্দ্রগ্রহণি- মাতি দৃষ্টতি-আমি মৎস্যতি।
বাঁশের তলে কোনায় জলে গূয়ার-বাসরে -
দিনে-রায়তে রণের ছ্বলে হাবুডুবু মারে।
নৈঋত-পানে মূশল ধরার বৃষ্টির জলে নৃত্য করে মাছে-
স্রোতের মুখে অভিমুখের-পানে- বর্ষার বাড়ে ডিম্ব-পাড়ে মৎস্যতে।
পূর্ব্বাকাশে চাঁদনী ওঠে আলোক-পাতের পূর্ণিমাতে চাঁদনি বৃওকারের রণক্ষেত্রে-
পবন-গণে বায়ু দোলে পত্র নড়ে চতুর-ঘোড়ে- দন্ডায়মাণে মৎস্যতে।
ন্যায় কি নীরন্যায় সর্বস্নেহ ভ্রমতলী!
স্ববলে স্বয়ং-দৃঢ়ে ঘাতি রণের লুপ্তগতি।
সৎ কি বিসৎ সর্বাকারে মনোস্তত ভুলী!
সীমান্তে দৃঢ়-রণে অস্মিকী,
যাতি জীবন্ত-বলী মৎস্যতি।
শত বৎসর রুঢ়ে ক্লান্ত মৎস্য অপেক্ষা-রতি-
বর্ষ বছর বঙ্গের ধরায় মূশল-ধরা গমোতি।
মত্ত ক্রিয়ার-রণে মৎস্য মৎস্যতি মদমত্তি-
তৎপরতা খেলায় মাতে- জাল্ল্য- বর্শা- কোঁচ- খ্যাপলা- কড়েহাঁতি।
মৎস্য মৎস্যবী ভিন্ন রুপ রূপে রুপান্তরি-
জীবন জীবতি সর্ব ভক্ষোস্বরে- মৎস্যতি।
জলের বারি ঢেউয়ের ঢেউ ডুবারী-
সলিলের অন্তো মাঝি বাহি্ হতে মাঝতলি মৎস্যতি।
সর্ব খাঁদক খাদকী-
দুদ্ধ-দুদ্ঝ- মজ্জা সলিলি।
মৎস্য খাদক মৎস্যবী-
মৎস্য মৎস্যতি,
মৎস্যতি।