রক্তের লেখা চিঠি-
আছে সংবিধানে রীতির নীতি।
সত্যমেব জয়োতে-
করি ব্যার্থ নহে।
সদা সত্য ময়-
করি ব্যার্থ নয়।
সত্য হৃদয়-
মিথ্যা নিদয়।
সত্য আশ্রয়-
মিথ্যা হীন প্রশ্রয়।


রক্তের লেখা চিঠি-
করেছে রাজনীতি বিদে বিকিকিনি।
আছে দেশ বাসীর সর্ব হৃদয়ে অঙ্কিতি-
সর্ব জগৎ বাসীর মাঝে ঞ্যাত-অঞ্যাতে রক্তিমী।


সভ্যতার হস্ত ধরে মস্তোরা শীর্ষে ওঠে,
তৎপর সভ্যতার কড়ো-বলেই সভ্যতার পৃষ্ঠে-
অসভ্যতার ছাপ মারে মত্ত মস্তোরা।
যেন-' পুষ্প তুলা বৃক্ষের কীট পোকা,
        সর্বদাই লাভার লালা রসে-
         ঊর্ধ্বে ওঠে আর নিম্নে নামে।'


বৃদ্ধি হতে সময়টিকে কেঁউ কি আর দেখতে পারে?
বৃদ্ধির পরে সবাই দৃষ্টি পাতে,
সেটাও গ্যাছে ভুলে রাজনীতি বিদে।
যাহা কিছু পৃথ্বীর মাঝে সৃষ্টি মানব দ্বারে-
তাহা সর্বতু ধরায় রবে মনুষ্য কুলে।


শত ধর্ষ জয়ের পতাকা-
করেছে দাণবেরা ব্যার্থতা।
দেশ বিশ্বের মাঝে দূত ধূর্তরা-
সমাজের মাঝে স্বার্থে ধরিয়েছে মরীচিকা।


মোহি স্বার্থ মানবরা ঝাঁপিছে মঞ্চে দাতা-
নিরাক্ষর অঞ্জ্যাতকে মারিছে চুরি মত্ত ধৃতরা।
সমাজে মাথা নারে মোহন্বেষী স্বার্থ পটুকরা-
দিবায় আসনপাতে অমাবস্যায় ভাগবাটে,
সমাজ দ্বাড়ে ভন্ড ভেকধারী চাটুকরা।


মৎস্যতির হাট বসে দূদ্ঝ বারির কূলে-
সমাজ-পীড়া দ্বার রক্ষাতে সভ্য সমাজতির তীরে।
বিষধর নাগ-নাগিনে অকূল্য হতি কুল্য গমনে,
স্থল হতে জলস্তরে সমাজতির হাট ভষ্মিতে সল্লির কূলে।
যেন-' অপ্রভা মনুষ্য রুপি চাঁন্/চাঁদ;
        প্রভা মনুষ্য রুপি সান্/সূর্য।'


উলঙ্গ রাজার সভ্য ছেলেটির খোঁজে-
মানবের মাঝে রাজনীতি বিদে,
ব্যার্থতার ত্মরে সমাজের মাঝে-
শ্মশানে ভাগাড় খোঁজে রাজস্বের ত্মরে।
যেন-' সমাজের পবিত্র শ্মশানে জীবন্ত প্রাণ থাকে।'


সভাসোরে বৈঠকে বচন কলরবে সর্বদা সর্বসমান,
পশ্চাৎ-এর হরিনুটের লুটে স্বার্থ মোহে-
ভেদা ভেদের আগমন।
চৌকিদার লোফিছে তোফি গরিবের পুঁজি,
মুনাফিকরা করিছে রাজনীতি বিদে-বিকিকিনি।


চতুর্দিশে ত্রিকোণী গোণধরে কালচারে রাজনীতি বিদে,
যুগের উপরে ছাইচাপা দিতে-
যুগের পাতায় সুড়ঙ্গ খোঁজে।
সংবিধানের পাতা কাটে রাজনীতিতে-
রীতির নীতি কেটে খাতা করে ডাস্টবিনে রাখে।
যেন-' সমুদ্রের সৈকতে অফুরান্ত ঢেউ।'


অতীতের স্বাধীনতা হলো-
পরাধীনতায় গতের ত্মরে।
বর্তমানের পরাধীনতা হলো-
স্বাধীনতায় গতের ত্মরে।
যেন-' উড়ন্ত ফড়িং এর চলন্ত ঢেউ;
        নীড়ন্ত হীন পক্ষীর ফুটন্ত কেউ।'


রক্তের লেখা চিঠি-
করেছে বিকিকিনি রাজনীতি বিদে।
আছে দেশ বাসীর সর্ব হৃদয়ে অঙ্কিতি-
সর্ব জগতবাসীর মাঝে ঞ্যাত-অঞ্যাতে রক্তিমে।