একটিবার এসে দেখে যাও ভাই
রাজার আসুরিক শক্তি কাকে বলে!
প্রজার ভাত মেরে, রাজা খিলখিলিয়ে হাসে
সোনার রথে চড়ে যায় দলে দলে।
রাজা শিক্ষার আগে নেশা বিলায়
চাষীর টুঁটি ধরে দিবারাত্র কিলায়।
ওষুধের বদলে টাকা খেতে হয় আগে
নইলে ঘরেতে ফেরত আসতে হয় সঙ্গে সঙ্গে।
রাজার পোশাক পাঁচ লাখি ভাই
আমারটা একশত, ভাবতো পথের কত হবে তাই?
আকাশের তলে বিশাল বাড়ি হয়েছে যাদের
কোটিপতি নয় তারা, রাস্তার মানুষ বলি তাদের।
রাজার অদ্ভুত বেশ –
হাতে বজ্র, পায়ে সোনা, মাথায় সেবক টুপি
দিন আনে দিন খায় – এমনই কর্ম চুপিচুপি!
রাজার আবার ভক্ত অনেক গাঁয়ে-গঞ্জে-মাঠে
আসল প্রসাদ তারাই পায়, দেশ যাক পাটে।
আর বেশি কব না কথা, সবার নিমন্ত্রণ
আগামীকাল অসুর পূজা – হবে আপ্যায়ন।