অন্নব্যঞ্জন পর্বতসম মোর সম্মুখে
খেতে পারিনা আমি, লজ্জা লাগে – বলব কোন মুখে!
আমার প্রাণের সন্তান সব রাস্তায় ঘুরে
এখানে-সেখানে হাত পাতে – প্রত্যহ মরে।
ঘটি ঘটি দুধ হায় এই জড়ের মুখে!
ওরে এতটুকু প্রেম আছে কি তোদের বুকে?
কোটি কোটি পেট যার, কোটি কোটি ক্ষুধা!
রাস্তার ভাই-বোনেরে দেখ তোরা – পাবি পরম সুধা।
জুড়াক ওদের প্রাণ, বাঁচুক তারা;
ওরা আমার ধমনী, শ্বাসবায়ু মুক্তাধারা।
ওদের জীবন তোদের হাতে – আসুক নতুন প্রভাত
ওরে শোন, ওরা আছে বলেই তো আমি জগন্নাথ!