অপরের তরে কোন ভাবনা নাহি যাহার।
জানিও, কোন গুণ নাহি আছে তাহার।।
অপরে দুখ দিয়া আপনার লাগি খুঁজে সুখ।
বিধাতা রুষ্ট হন হেরিয়া অমন মুখ।।
আপন হৃদে পচিয়া মরে গ্লানির অনল রোষে।
যাতনা তাহার নিত্য সাথী, ঘুরিয়া মরীচিকার পাশে।।
ধরণীতে অমন মানবজীবন যেন নাহি হয় কাহারও।
জগতেরে করিয়া হেয়, কী ফল লভিবে জানো তো?
মনের আসন খানি ভরিয়া প্রেমরূপ রতনে।
করিও শুভ কর্ম, মহাজীবন উদিবে তপনে।।